টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অসহায়, দরিদ্র ও বন্যার্ত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের গয়হাটা,বিনানুর,চরসলিমাবাদ ও যমুনায় ভেঙে যাওয়া ১৫০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের তৃতীয় দিনে গরু কোরবানি করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গয়হাটা বড় বাড়ীর মরহুম তায়েবুর রহমানের ছোট সন্তান আমেরিকা প্রবাসী আতিকুর রহমান আলোক।
আতিকুর রহমান আলোকের পক্ষে মাংস বিতরণে সহযোগিতা করেন তার (বড় ভাই) মুজিবুর রহমান বিপ্লব,(ভাগিনা) উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মুশফিক হোসেন (শৈবাল) এবং যুবলীগ নেতা জাকির তালুকদার প্রমুখ।
বন্যার্তরা মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে দুযোর্গপূর্ন এলাকাগুলোতে আরও বেশি পরিমাণ মাংসের বরাদ্দ দেওয়ার কথা জানান এলাকাবাসীরা।


